রাণীশংকৈলে
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আজ মঙ্গলবার (২৩ মে) দুপুরে নেকমরদ ইউনিয়নের ভকরগাঁও ধান ক্ষেত থেকে এক অজ্ঞাত নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভকরগাঁও গ্রামের এক কৃষকের ধান কর্তন করতে যায় কয়েকজন শ্রমিক।
এসময় ধান ক্ষেতের মাঝখানে গলিত লাশটি পরে থাকতে দেখে। পরে তারা বিষয়টি লোকজনকে জানায় এবং পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা কয়েকদিন আগে দুর্বৃত্তরা ওই নারীকে মেরে ফেলেছে রেখেছিল। সে কারণে শরীরের বেশিরভাগ অংশ গলে মাটির সাথে মিশে যায়। তার অংশ বিশেষ গলে যাওয়ায় চেনার কোন উপায় নেই বলে জানান তারা।
তবে যারা এমন জঘন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রশাসনের প্রতি অনুরোধ জানান এলাকাবাসী। এবিষয়ে রাণীশংকৈল থানার ওসি গুলফামুল ইসলাম জানান, উদ্ধারকৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।