নাটোর প্রতিনিধি: আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে নাটোর থানায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদি হয়ে নাটোর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আবু সাঈদ চাঁদকে প্রধান আসামি এবং বিএনপি মহাসচিবকে হুকুমের আসামি করা হয়েছে। এসময় জেলা ও পৌর আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এজাহারটি গ্রহণ করেন নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ। এর আগে গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে নাটোর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা আওয়ামীলীগ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।