পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে ছিনতাইকারীরা হোসেন আলী (৫৫) নামের এক ব্যাটারী চালিত ভ্যানচালককে হত্যা করে ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে। নিহত হোসেন আলী উপজেলার মন্মথপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মৃত ঝুলু প্রামানিকের ছেলে।
জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় হোসেন আলী তার নাতিকে খাবার দেয়ার জন্য ভ্যান নিয়ে মাদরাসার পথে রওনা দেয়। রাত ১০টার দিকে পার্বতীপুর-দিনাজপুর সড়কের মন্মথপুর রেলস্টেশনের কাছে রাস্তার ধারে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ মঙ্গলবার (২৩ মে) বিকেলে এ রিপোর্ট লেখা অবধি মামলার প্রস্তুতি চলছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।