যানজট নিয়ন্ত্রণে

বগুড়ায় দুটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে ট্রাফিক পুলিশের অভিযান (ভিডিওসহ)

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৩:২০ রাত
আপডেট: মে ২৪, ২০২৩, ০৩:২০ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের শেরপুর সড়কে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ইবনেসিনা ডায়াগনিস্টক সেন্টারসহ বিভিন্ন স্থানে ভবনের সামনে অবৈধভাবে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগের অভিযান চলছেই।

আজ মঙ্গলবার (২৩ মে) অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ১৫টি মোটরসাইকল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সড়ক দখল করে মোটরসাইকেল পার্কিং করাসহ ট্রাফিক আইন লংঘনের অভিযোগে মোটরসাইকেলের চালকদের বিরুদ্ধে এই মামলা করা হয়। এছাড়া সেখান থেকে কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদও করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আক্তার বলেন, ওই দুটি ডায়াগনস্টিক সেন্টারের সামনে কেউ অবৈধভাবে মোটরসাইকেল রাখতে পারবে না। এছাড়া কেউ অবৈধ স্থাপনা বসাতে পারবে না। ডায়াগনস্টিক সেন্টারের সামনে না রেখে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন গ্যারেজে রাখতে হবে।

বিশেষ করে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে মোটরসাইকেল রেখে যানজটের সৃষ্টি করে। রোগীদের চলাচলে বাধা সৃষ্টি করে।

তাই এখন থেকে কেউ এভাবে যানবাহন রাখতে পারবে না। বিনা টাকায় মোটরসাইকেল রাখতে হবে গ্যারেজে। এ ব্যবস্থা করে দেবে ডায়াগনস্টিক সেন্টার দুটির কর্তৃপক্ষ। তিনি বলেন, এ ব্যাপারে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ইবনে সিনা কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে।

তারা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন। একইসাথে ট্রাফিক আইন মেনে চলতে ওই দুটি প্রতিষ্ঠানের সামনে প্যানা ব্যানার লাগিয়ে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়