কাহালু (বগুড়া) প্রতিনিধি: কাহালুতে বিষাক্ত ট্যাবলেট খেয়ে আকাশ (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২৩ মে) সকাল ৭ টায়।
আকাশ কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের জিন্না পাড়া গ্রামের মো.আফসার আলীর ছেলে। আকাশ বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসারত অবস্থায় সে সেখানে মারা যায়। এ বিষয়ে কাহালু থানায় একটি ইউ'ডি মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।