বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত 

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৫:৪৫ বিকাল
আপডেট: মে ২৪, ২০২৩, ১০:১৫ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের উপকণ্ঠে ঢাকা-রংপুর মহাসড়কের বারপুর মোড়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় দিনাজপুর ঘোড়াঘাট সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক হাফিজুর রহমান ৫৫ নিহত হয়েছেন।

আজ বুধবার (২৪ মে) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

বগুড়া মেডিকেল ফাঁড়ির এসআই আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত হাফিজুর রহমান বগুড়ার ধুনট উপজেলার নিজাব সরকারের ছেলে। তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ উদ্ধার করে বগুড়া  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সদর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়