ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : অটোভ্যানের ধাক্কায় রাস্তায় পড়ে পাবনার ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয়ের ৪ জন শিক্ষিকা আহত হয়েছেন।
আজ বুধবার (২৪ মে) সকাল প্রায় সাড়ে ৮টার দিকে ফরিদপুর-পাবনা সড়কের খলিশাদহের সোনারবাংলা মোড়ে উপজেলার খাগরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মৌসুমী বিনতে জামান, তানিয়া খাতুন ও খলিশাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আমানা খাতুন, জাহানারা খাতুন অটোভ্যানে করে বিদ্যালয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে তারা মারাত্মক আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ফরিদপুর থানার এসআই নুরে আলম বিষযটি নিশ্চিত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।