চাঁপাইনবাবগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৬:৪৫ বিকাল
আপডেট: মে ২৪, ২০২৩, ০৬:৪৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বালতিতে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আবরার আফিফ নাজমুল নামের ১৪ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৩মে) বিকেল সাড়ে ৪টার দিকে মনাকষা ইউনিযনের ৫নং ওয়ার্ডের রানীনগর ঘুনটোলা গ্রামে নিজ বাড়িতে খেলতে খেলতে বাড়ির বাইরে উঠোনে থাকা একটি বালতির পানিতে ডুবে যায় নাজমুল। পরে পরিবারের সদস্যরা হঠাৎ তাকে তাকে বালতির মধ্যে দেখেতে পেয়ে মৃত অবস্থায় উদ্ধার করে।

শিশুর বাবা স্থানীয় পল্লী চিকিৎসক নাসিম উদ্দিন বলেন, বাড়ির ছাদের বৃষ্টির পানি পড়ার জন্য বালতিটি উঠানে টিউবওয়েলের কাছে রাখা ছিল। শিশুটি বাড়ির সবার অগোচরে মাথা নিচু করে বালতির মধ্যে ডুবে মারা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়