ভাঙ্গুড়ায় বজ্রপাতে নিহত ২, আহত ১৩

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৬:৫৫ বিকাল
আপডেট: মে ২৪, ২০২৩, ০৬:৫৬ বিকাল
আমাদেরকে ফলো করুন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় বজ্রপাতে দুই ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মে) বিকেলে প্রায় ৫টার দিকে উপজেলার বেতুয়ান গ্রামে ধান কাটার সময় ওই দুই শ্রমিক নিহত হন। নিহতারা হলেন পাশের চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের বাসিন্দা শাকিল (১৯) ও রমিজ (৩০)। এ সময় একই মাঠে বজ্রপাতে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

জানা যায়, দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের বাওঞ্জান এলাকায় বোরো ধান কাটছিলেন ওই শ্রমিকরা। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়। এতে শ্রমিকরা পাশের একটি উন্মুক্ত খোলা ঘরে আশ্রয় নেন। কিছুক্ষণ পরে বজ্রপাতে ওই ঘরে অবস্থান করা কয়েকজন শ্রমিক মারাত্মক আহত হন। এ সময় অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন। 
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বেতুয়ান গ্রামের ৫ শ্রমিকসহ উপজেলার ছোট বিষাকোল ও পাশের ফরিদপুর উপজেলার আল্লাহ আবাদ গ্রামের আরও ৮ জনকে বজ্রপাতে আহত হয়ে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

বেতুয়ান গ্রামের ইউপি সদস্য আরজু খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল থেকেই বৃষ্টির সঙ্গে প্রচন্ড বজ্রপাত শুরু হয়। এতে দুই শ্রমিক মারা যান এবং ৫-৬ জন আহত হন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়