মসলায় ধানের তুষ, নিষিদ্ধ রঙ : বগুড়ায় ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা (ভিডিওসহ)

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৭:৫১ বিকাল
আপডেট: মে ২৪, ২০২৩, ১০:৫৭ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের রাজাবাজারে বিভিন্ন মসলাগুড়ো করার দোকানে অভিযান চালানো হয়েছে।

আজ বুধবার (২৪ মে) দুপুরের দিকে অভিযানকালে এই বাজারের সুলতান বাদশার মসলা ভাঙানোর দোকানে মিশ্রণরত অবস্থায় কাপড় ও কাঠের রঙ পাওয়া যায় এবং কারখানায় বস্তাভর্তি ধানের তুষ পাওয়া যায়। মসলার মধ্যে এসব মিশানোর অপরাধে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। 

অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়ের সহকারি পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ, সতর্ক করা হয়। জেলা কৃষি বিপণন অফিস, চেম্বার অব কমার্স এবং জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়