বগুড়া শহরে কিশোর ছুরিকাহত

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০৮:১৭ রাত
আপডেট: মে ২৪, ২০২৩, ১০:১৬ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার:বগুড়া শহরের সেউজগাড়ি পানির টাংকির কাছে আপন ১৭ নামে এক কিশোরকে ছুরিকাহত করা হয়েছে।

আজ ২৪ মে বেলা একটার দিকে তাকে কয়েকজন যুবক ছুরিকাহত করে। স্টেডিয়াম ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর হরিদাস মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেছেন পৌর পার্কের গাছ থেকে আমপাড়াকে কেন্দ্র করে দুই- তিনজন যুবক আপনকে ছুরিকাহত করে। এছাড়া তাকে দা দিয়েও আঘাত করা হয়েছে। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আপন সেউজগাড়ি পানির টাংকি লেনের জসিমের ছেলে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়