পাঁচ কোটি শিক্ষার্থীকে আইসিটি জনশক্তিতে রুপান্তর করা হচ্ছে: পলক

প্রকাশিত: মে ২৪, ২০২৩, ১১:৪৩ রাত
আপডেট: মে ২৪, ২০২৩, ১১:৪৩ রাত
আমাদেরকে ফলো করুন

সিংড়া (নাটোর) প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ৫ কোটি শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে দক্ষ গড়ে তুলতে হবে। তাদের দক্ষ জনশক্তির রুপান্তর করতে আমরা চেষ্টা করছি। ৫০ লাখ শিক্ষার্থী কর্মক্ষম করার জন্য ১ লাখ ৯ হাজার প্রতিষ্ঠানে ইন্টারনেট সেবা আমরা পৌঁছে দিবো। প্রযুক্তিতে দক্ষ গড়ে তোলা হবে।

আইসিটি বিভাগ ২৫ হাজার নারী উদ্যোক্তা তৈরিতে কাজ করছি। ইতোমধ্যে ২ হাজার নারীকে স্মার্ট নারী উদ্যোক্তাকে অনুদান প্রদান করা হয়েছে। আরো ৫ হাজার নারী উদ্যোক্তা তৈরি করা হচ্ছে। ১০ হাজার নারী ফ্রিল্যান্সার তৈরি করা হবে। বর্তমান অর্থনৈতিক উন্নয়নে নারী-পুরুষের সমান অবদান এবং অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

চলনবিলকে স্মার্ট সিটি গড়ে তোলা হবে। এখানে ২০ হাজার তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে।
আজ বুধবার (২৪ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বিপিও বিভাগীয় সামিট-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভুঞা, পুলিশ সুপার সাইফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাপকো সভাপতি তৌহিদ হোসেন। পরে অতিথিরা স্টল ঘুরে দেখেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়