নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: প্রায় দীর্ঘ এক যুগ পর নাটোরের নলডাঙ্গা উপজেলায় কৃষি বিভাগের মালিকানাধীন ১০ শতাংশ জমি অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন অবৈধভাবে দখলে থাকা জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার। এসময় জমি থেকে অবৈধ দখল মুক্ত করে সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফৌজিয়া ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কিশোয়ার হোসেন, নলডাঙ্গা থানার উপপরিদর্শক আব্দুল মালেক প্রমুখ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফৌজিয়া ফেরদৌস জানান, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে কৃষি বিভাগের উপসহকারীদের (ব্লক সুপারভাইজার) বসবাসের জন্য ১০ শতাংশ জমির ওপর বাসস্থান ও সীড স্টোর ছিল। পরে তা ব্যবহার অনুপোযোগী হয়ে পড়ে। একপর্যায়ে তা পরিত্যক্ত ভবনে পরিণত হয়।
আর এই সুযোগে আব্দুল হাকিম নামে স্থানীয় এক বাসিন্দা ওই জায়গা দখলে নিয়ে সেখানে দুইটি রুম, বাথরুম, গোয়ালঘর, রান্নাঘরসহ বাসস্থান নির্মাণ করে বসবাস শুরু করেন। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তিনি কৃষি বিভাগের ওই জমি দখলে রেখেছিলেন।
বিষয়টি জানার পর ২০১৭ সাল থেকে তাকে জায়গা ছেড়ে দেয়ার জন্য বারবার মৌখিক ও লিখিতভাবে নোটিশ করা হয়। কিন্তু তাতে কোন সাড়া না দিয়ে জমিটি জবর দখলে রেখে উল্টো স্থাপনা নির্মাণ অব্যাহত রাখেন।
পাশাপাশি কৃষি বিভাগকে নানান তালবাহানা দেখাতে থাকেন তিনি। পরে বিষয়টি কৃষি বিভাগের উর্ধতন কর্তৃপক্ষ, জেলা ও উপজেলা প্রশাসনকে অবহিত করে এই বিষয়ে সহযোগিতা চাওয়া হয়। তারই প্রেক্ষিতে জেলা প্রশাসন থেকে অবৈধ উচ্ছেদে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।
জেলা প্রশাসনের নিয়োগকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার বলেন, অবৈধ দখল মুক্ত করার পর সেখানে সাইনবোর্ড দেয়া হয়েছে। ভবিষ্যতে আর কেউ যেন ওই জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করতে না পারেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।