খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ১২:২৪ রাত
আপডেট: মে ২৫, ২০২৩, ১২:২৪ রাত
আমাদেরকে ফলো করুন

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বাড়ির উঠোনে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মো. জোবায়ের হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। জোবায়ের ওই এলাকার কামাল হোসেনের কনিষ্ঠ ছেলে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে ঝড়-বৃষ্টিতে তিনটহরী গুচ্ছগ্রামের মো. কামাল হোসেনের উঠোনে দুই ঘরে বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে পড়ে। এ সময় দাদির ঘর থেকে দৌড়ে নিজ ঘরে যাওয়ার সময় পড়ে থাকা তারে জড়িয়ে আহত হয় জোবায়ের। তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার বাবা কামাল হোসেন বলেন, আমার এক মেয়ে ও এক ছেলে। জোবায়ের আমার মায়ের ঘরে থাকতো। বৃষ্টির সময় দৌড়ে আমার ঘরে আসতে গিয়ে উঠোনে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মারা যায়। মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম বলেন, শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়