তাড়াশে জলাবদ্ধতায় ডুবতে বসেছে ৭শ’ হেক্টর জমির পাকা বোরো ধান

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ১২:৫৯ রাত
আপডেট: মে ২৫, ২০২৩, ১২:৫৯ রাত
আমাদেরকে ফলো করুন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে পানি নিস্কাশনের পথ বন্ধ করে সরকারি খাস জায়গায় বাড়ি করায় বারুহাঁস ইউনিয়নের কুসুম্বী গ্রামের ফসলি মাঠে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ওই মাঠের প্রায় ৭শ’ হেক্টর জমির নাবি জাতের পাঁকা বোরো ধান বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ধান রক্ষায় স্থানীয় কৃষকেরা সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান বরাবর প্রতিকার চেয়ে অভিযোগও দিয়েছেন।

জানা গেছে, উপজেলার বিনোদপুর-বস্তুল সড়কের কুসুম্বী গ্রামের মধ্যপাড়া এলাকায় পানি নিস্কাশনের একমাত্র খালে মাটি ভরাট করে প্রায় এক বছর পূর্বে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বসতবাড়ি নির্মাণ করেন। ফলে কুসুম্বী গ্রামের উজানের পানি চলাচলের পথটিতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে পাঁকা বোরো ধানের ফসলি মাঠের জমিতে পানি জমে যায়। কিন্তু ভাটিতে থাকা পানি নিস্কাশনের ওই একমাত্র খালের পানি বের হতে পারছে না।

স্থানীয় কৃষক বিশ্বজিৎ চন্দ্র জানান, বিনোদপুর-বস্তুল আঞ্চলিক সড়কের কুসুম্বী গ্রামের মধ্যপাড়া এলাকায় পানি নিস্কাশনের একমাত্র খালে বাড়িঘর তৈরি করেছে প্রভাবশালীরা। যার ফলে খাল বন্ধ থাকায় পানি আর ভাটিতে যেতে পারছে না। এ কারণে ফসলি মাঠের পানি বেড়ে জমির পাঁকা বোরো ধান ডুবতে বসেছে। ইতিমধ্যেই বিভিন্ন জাতের নাবি পাঁকা বোরো ধানের শীষ জলাবদ্ধতায় ডুবে গেছে।

ওই এলাকার আরেক কৃষক গোলাপ হোসেন জানান, যদি দ্রুত ওই জলাবদ্ধাতার পানি নিস্কাশন করা না হয় তাহলে কুসুম্বী গ্রামের উত্তর-পশ্চিম মাঠের পাকা ধান কৃত্রিম জলাবদ্ধতার কারণে তলিয়ে যাবে। এতে অনেক প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক ব্যাপক ক্ষতির মুখে পড়বেন। বিষয়টি প্রতিকার চেয়ে বারুহাঁস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে তারা অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে বারুহাঁস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ময়নুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে কৃষকদের ধান রক্ষায় পানি নিস্কাশনের ব্যবস্থা শুরু করেছেন। হয়তো শুক্রবারের মধ্যেই ওই মাঠের জলাবদ্ধাতার পানি নিস্কাশন হয়ে যাবে।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ওই এলাকা থেকে  পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়