রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ২ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে। আজ বুধবার (২৪ মে) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ডায়াবেটিস মোড় সংলগ্ন সুন্দরপুর আদিবাসী এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় তাদের আটক করে এলাকাবাসী। পরে থানা পুলিশ আটকদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ইউসুফ খলিফার ছেলে মুন্না হাসান (৩৫) ও আব্দুল মান্নানের ছেলে নুর মোহাম্মদ (৩৪) আজ বুধবার (২৪ মে) দুপুরে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আদিবাসী আমিন মার্ডির বাড়িতে ভুয়া ডিবি পরিচয়ে অভিযান চালায়।
এসময় তারা আমিন মার্ডির পরিবারের লোকজনকে অবৈধ বাংলা মদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়ার হুমকি দেয় এবং মামলা না দিলে টাকা দিতে হবে বলে হুমকি দিয়ে ১৮ হাজার টাকা গ্রহণ করে।
তাদের কথাবার্তায় সন্দেহ হলে থানা পুলিশকে অবগত করেন ভুক্তভোগীরা। এ বিষয়ে রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম বলেন, তাদের ভুয়া ডিবি পুলিশ সেজে চাঁদাবাজির সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।