বগুড়ায় হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০১:৩১ রাত
আপডেট: মে ২৫, ২০২৩, ০১:৩১ রাত
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: বগুড়ায় ১৫৩ গ্রাম হেরোইনসহ মমতাজ বেগম ওরফে আক্তার (৫০) নামে নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (২৪ মে) দুপুরে র‌্যাব-১২ বগুড়ার সদস্য শাজাহানপুর উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের ওমরদিঘী নামক স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব- সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩ বগুড়ার একটি দল শাজাহানপুর উপজেলার ওমরদিঘী বাজারে বগুড়া-রাজশাহী মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৫৩ গ্রাম হেরোইনসহ ওই নারী মাদক কারবারি মমতাজ বেগম ওরফে আক্তারকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেফতার মমতাজ বেগম বগুড়া শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার মো: জিকরুলের স্ত্রী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়