উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০১:৫৮ রাত
আপডেট: মে ২৫, ২০২৩, ০১:৫৮ রাত
আমাদেরকে ফলো করুন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৪ মে) উপজেলার দুর্গানগর ইউনিয়নের মন্ডলজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭ টার দিকে মন্ডলজানী এলাকায় রেললাইন দিয়ে ওই বৃদ্ধ হাঁটছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার উপ-পরিদর্শক সোলাইমান হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে আজ বুধবার (২৪ মে)  বিকেল পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়