ধুনট (বগুড়া) প্রতিনিধি: ধুনট উপজেলায় পারিবারিক কলহ ও জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে জোসনা বেগম (৪২) নামে এক বিধবাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে থানায় মামলা দায়ের হয়েছে। জোসনা খাতুন উপজেলার পারধুনট মধ্যপাড়া গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
মারপিটে আহত গৃহবধূ বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়। মামলা সূত্রে জানা গেছে, জোসনা খাতুনের একমাত্র মেয়ে নুপুর খাতুনকে নিয়ে পারধুনট গ্রামে বসবাস করেন। পারিবারিক কলহ ও জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে তার বড় ভাই ফরহাদ হোসেনের সাথে বিরোধ চলে আসছে।
এ বিরোধের জের ধরে গত ২০ মে রাত সাড়ে ৯টার দিকে ফরহাদ হোসেন ও তার লোকজন ওই বিধবার বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা জোসনা খাতুন মারপিট ও কুপিয়ে জখম করে। একপর্যায়ে তারা জোসনা খাতুনের শ্লীলতাহানি এবং গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় জোসনা খাতুনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলকারীরা সেখান থেকে কৌশলে চলে যায়।
এ ঘটনায় জোসনা খাতুনের মেয়ে নুপুর খাতুন বাদী হয়ে ২১ মে ধুনট থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় পারধুনট গ্রামের কোরবান আকন্দের ছেলে ফরহাদ হোসেন ও তার দুই ছেলে মিজানুর রহমান ও সুমন মিয়াসহ ৮জনকে আসামী করা হয়েছে। ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।