রংপুর প্রতিনিধি: রংপুর মেডিকেল কলেজের হিবাসরক্ষক উম্মে সুলতানা নওশীনকে ৭২ ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কলেজের কর্মচারী ও এলাকাবাসী। আজ বুধবার (২৪ মে) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিক্ষোভ মিছিল বের করে কর্মচারীরা। এসময় তাদের সাথে যোগদেন এলাকাবাসী।
পরে মিছিলকারীরা একসাথে কলেজের ভিতরে প্রবেশ করতে চেষ্টা করলে পুলিশ কলেজের প্রধান ফটকে বাধা দেয়। বাধা পেয়ে বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নিয়ে নওশীনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এরপর আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে।
এলাকাবাসীর সাথে মিছিলে অংশ নেয়া রংপুর সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান জানান, উম্মে সুলতানা নওশীনকে বিভিন্ন কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে লালমনিরহাটে বদলি করা হয়।
আবারো তাকে রংপুর মেডিকেল কলেজে বদলি করা হয়েছে। এ কারণে সেখানকার কর্মচারী ও এলাকাবাসী তার অপসারণের দাবি জানিয়ে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়ে ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল কুমার রায় জানান, আন্দোলনকারীরা আমার কাছে ৭২ ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানিয়ে একটি স্মারকলিপি দিয়েছে।
২০২০ সালে বিভিন্ন কারণে উম্মে সুলতানা নওশীনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে বদলি করা হয়। সে সময় তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের স্টেনো-কাম-পিএ হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে হিসাবরক্ষক পদে পদায়ন করে রংপুর মেডিকেল কলেজে বদলি করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।