শেখ রাসেল আইটি পার্ক আ. হক কলেজে করার প্রস্তাব থাকলেও এ কথা জানেনা কলেজ কর্তৃপক্ষ

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৩:১৯ রাত
আপডেট: মে ২৫, ২০২৩, ০১:২৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

স্টাফ রিপোর্টার: সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস বগুড়ায় শেখ রাসেল আইটি পার্ক এন্ড ইনকিউবেশন সেন্টার করার প্রস্তবনা থাকলেও আজ বুধবার (২৪ মে) পর্যন্ত কলেজ কর্তৃপক্ষকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন এর অধ্যক্ষ। অথচ আগামী শুক্রবার আজিজুল হক কলেজ ক্যাম্পাসে শেখ রাসেল আইটি পার্ক এর প্রস্তাবিত জমি দেখতে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বগুড়ায় আসছেন।

প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক শেখ রাসেল আইটি পার্ক এন্ড ইনকিউবেশন সেন্টারে স্থান পরিদর্শন  ছাড়াও হাইটেক পার্ক এর জন্য প্রস্তাবিত বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের বিল নুরইল এলাকা পরিদর্শন করবেন। তথ্য প্রযুক্তিতে দেশ এগিয়ে নিতে এবং আইটিতে দক্ষ জনশক্তি গড়তে দেশের বিভিন্ন জেলায়  শেখ রাসেল আইটি পার্ক এন্ড ইনকিউবেশন সেন্টার এবং হাইটেক পার্ক গড়ে তোলা হচ্ছে।

এরই অংশ হিসেবে বগুড়াতেও এই দুই প্রতিষ্ঠান হচ্ছে। বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন আইন এর প্রজ্ঞাপন কার্যকর হওয়ার পর তথ্য ও প্রযুক্তির এই দুই প্রকল্প গ্রহণে ইতোমধ্যে বগুড়াবাসীর মধ্যে সারা পড়ে গেছে। বগুড়াবাসী চাইছে অতি অল্প সময়ের মধ্যে স্থান নির্বাচন সম্পন্ন করে এর কাজ শুরু করা হোক। একারণে জটিলতা হয়, এমন কোন স্থান নির্বাচন না করে সহজেই জমি পাওয়া যায় এমন স্থান নির্বাচন করে প্রকল্পের কাজ শুরু করা হোক।

সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শাজাহান আলী জনান,  শেখ রাসেল আইটি পার্ক এন্ড ইনকিউবেশন সেন্টার করার জন্য সরকারি আজিজুল হক কলেজ এর জমি ব্যবহার করা হবে এমন তথ্য তিনি জানেন না। এ বিষয়ে তাকে কিছু জানান হয়নি। তিনি আরও বলেন কলেজের জমি সরকারের। এই জমি সরকার যদি অন্য কিছুর জন্য ব্যবহার করতে চান, করতে পারেন।

এখানে কলেজ কর্তৃপক্ষের কিছু করার নাই। তবে আজ বুধবার (২৪ মে) সন্ধ্যা পর্যন্ত তাকে এ বিষয়ে কেউ লিখিত বা মৌখিকভাবে জানান নি বলে জানান। এদিকে ইতোপূর্বে বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম জানিয়েছিলেন ‘বগুড়ায় হাইটেক পার্ক করার জন্য ২০ একর  এবং শেখ রাসেল আইটি পার্ক এন্ড ইনকিউবেশন সেন্টার করার জন্য এক একর জমি প্রয়োজন।

হাইটেক পার্ক করার জন্য বিল নূরইল এর নাম প্রস্তাবনায় রয়েছে। অন্যদিকে শেখ রাসেল আইটি পার্ক এন্ড ইনকিউবেশন সেন্টার  এর জন্য প্রাথমিক ভাবে সরকারি আজিজুল হক কলেজের একটি অংশ প্রস্তাবনায় আছে। সেই জায়গাও মন্ত্রী মহোদয়কে দেখানো হবে। তবে সরকারি আজিজুল হক কলেজ কর্তৃপক্ষ জায়গা দিতে না চাইলে উভয় প্রতিষ্ঠান বিল নুরইলে করার প্রস্তাব উপস্থাপন করা হবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়