আম লিচু পরিবহণের ঝুড়ি তৈরিতে ব্যস্ত মাহালী সম্প্রদায়

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৩:৩৪ রাত
আপডেট: মে ২৫, ২০২৩, ০৩:৩৪ রাত
আমাদেরকে ফলো করুন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: মধু মাসের প্রধান ফল আম ও লিচু পরিবহণের জন্য ব্যবহৃত বাঁশের ঝুড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছে বিরামপুরের মাহালী সম্প্রদায়ের নারী-পুরুষরা। শুরুতে চাহিদা কম থাকলেও অধিক হারে আম-লিচু পরিপক্কতার সাথে বেড়েছে ঝুড়ির চাহিদা। মাহালী পাড়ায় সকাল থেকে রাত পর্যন্ত চলছে ঝুড়ি তৈরির কাজ।

জানা যায়, প্রতি বছর আম-লিচুর মৌসুমে এই এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের কাছে আম-লিচু পাঠানো হয়। এই আম-লিচু পরিবহণের জন্য বাঁশের তৈরি ঝুড়ি ব্যবহার করা হয়। উপজেলার কয়েকটি গ্রামে মাহালী সম্প্রদায়ের নারী-পুরুষরা সারা বছর বাঁশ দিয়ে সাংসারিক কাজে ব্যবহৃত দ্রব্যাদি তৈরি করে থাকে।

তবে জ্যৈষ্ঠ মাস এলে আম লিচু পাকার সাথে সাথে তাদের কর্ম ব্যস্ততা বেড়ে যায়। এ সময় তারা আম-লিচু পরিবহণের জন্য চাহিদা অনুযায়ি শত শত ঝুড়ি তৈরি করে থাকেন। চাহিদা বাড়লে সকাল থেকে রাত পর্যন্ত তৈরি করেন বাঁশের ঝুড়ি। বিরামপুর করতোয়া কুরিয়ার সার্ভিসসহ অন্যান্য পরিবহণ সার্ভিসে গিয়ে দেখা যায়, বিভিন্ন স্থানে পাঠানোর জন্য বাঁশের তৈরি ঝুড়িতে ভরে আম ও লিচু রাখা হয়েছে। বাঁশের ঝুড়িতে করে আম-লিচু পাঠানো হচ্ছে।

বিরামপুর পৌর এলাকার চাঁদপুর মাহালী পাড়ায় কমল হেমরম বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার বাঁশের দাম বেশি। প্রতিটি বাঁশ তারা ১৮০-২০০ টাকা দরে কিনে থাকেন। একটি বাঁশ দিয়ে তৈরি হয় ৫ থেকে ৬টি ঝুড়ি তৈরি করা যায় এবং এতে সময় লাগে একদিন। প্রতিটি ঝুড়ি বিক্রি হয় ৮০ থেকে ১০০ টাকা দরে এবং এই মৌসুমে বাঁশের ঝুড়ির চাহিদাও অনেক। 

একই ভাবে ঝুড়ি তৈরিতে ব্যস্ত শংকরি হাঁসদা ও সরলা মার্ডিও জানান, অনুরূপ কথা। আর ঝুড়ির ব্যাপক চাহিদার কারণে চাঁদপুর মাহালী পাড়ার নারী-পুরুষরা সকাল থেকে রাত পর্যন্ত বাঁশ চেরাই, বাতা তৈরি ও ঝুড়ি বানানোর কাজে ব্যস্ত সময় পার করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়