নাটোরে সালিশ বৈঠকের সময় উভয় পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১১

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৩:৪৭ রাত
আপডেট: মে ২৫, ২০২৩, ০৩:৪৭ রাত
আমাদেরকে ফলো করুন

নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১১ জন আহত হয়েছে। আহতদের নাটোর সদর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চৌরী গ্রামে সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, গত সোমবার চৌরী গ্রামের আব্দুস সাত্তার ও শফিকের শিশু সন্তানদের মধ্যে খেলাধুলার সময় মারামারি হয়। বিষয়টি নিয়ে উভয় পরিবার ঝগড়ায় লিপ্ত হয়। পরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা গিয়ে পরিস্থিতি শান্ত করার পর মীমাংসার জন্য গতকাল মঙ্গলবার বিকেলে সালিশ বৈঠক আহবান করে।

সালিশ শুরুর সময় একপক্ষ আচমকা অপরপক্ষের ওপর চড়াও হলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়