স্টাফ রিপোর্টার: বগুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ ফার্মেসীর ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২৪ মে) বেলা ১২ টার দিকে শহরের খান মার্কেটের তৃতীয় তলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ অভিযান সূত্রে জানা যায়, শহরের খান মার্কেটের তৃতীয় তলায় ড্রাগ লাইসেন্স ছাড়া দীর্ঘদিন যাবৎ ঔষধ ব্যবসা পরিচালনা করে আসছিলো ৫টি প্রতিষ্ঠান। অভিযানে শাফি ফার্মেসি, মনির মেডিকেল স্টোর, ওমার মেডিসিন স্টোর, নাফিসা ফার্মেসি, ডলফিন মেডিকেল স্টোরকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বগুড়া ঔষুধ প্রশাসনের সহকারি পরিচালক মো: আব্দুল্লাহ আল মামুনসহ জেলা পুলিশ এবং এপিবিএন সদস্যরা সহযোগিতা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।