রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু 

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০১:৪৬ দুপুর
আপডেট: মে ২৫, ২০২৩, ০১:৪৬ দুপুর
আমাদেরকে ফলো করুন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জ রায়গঞ্জের স্বর্ণ ব্যবসায়ী সড়ক দুর্ঘটনার দুই দিন পর হাসপাতালে মারা গেছেন। তিনি উপজেলার সলঙ্গা থানার ভুইয়াগাঁতী আশ্চর্য পাড়ার সংকর আশ্চর্যের ছেলে শুভ কুমার আশ্চর্য (২২)। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ মে) দুপুরে ভুইযাগাঁতী বাজার থেকে ব্যবসায়ীক কাজে নিমগাছী বাজারে যাবার পথে উপজেলার দেওভোগ বাজার নামক স্থানে তার মোটরসাইকেলের সাথে ভুইয়াগাঁতীগ্রামী ট্রাকের সংঘর্ষ হয়। এসময় রাস্তা পড়ে মারাত্মক আহত হন তিনি।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে চিকিৎসার ২ দিন পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়