নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ি ফেরা হলো না শিশু আশা মনির (৪)। নানার বাড়ি থেকে বাবার সাথে নিজের বাড়ি ফেরার পথে অটোচার্জার ভ্যানের চাপা পড়ে তার প্রাণ যায়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার দাউদপুর বাজারে। শিশু আশা মনি উপজেলার নির্শা পলাশবাড়ী গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আশা মনি তার বাবার সাথে রংপুরের পীরগঞ্জ থানাধীন ভ্ডোবাড়ী এলাকা নানা বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিল। সন্ধ্যায় দাউদপুর বাজারে মটরসাইকেল থামিয়ে তার বাবা রাস্তার অপরদিকে গেলে শিশু আশা মনিও বাবার পিছনে দৌঁড়ে যাওয়ার সময় একটি ধানবোঝাই অটোচার্জার ভ্যানের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।