চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার থেকে পরিত্যক্ত অবস্থায় ৭টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ‘৯৯৯’ ও স্থানীয়দের কাছ থেকে পাওয়া খবরে গতকাল বুধবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রামজীবনপুর গ্রামের রামজীবনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আমবাগান সংলগ্ন একটি ফাঁকা জমি থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়। এগুলো লাল ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, দু’টি ব্যাগে রাখা ককটেলগুলো কে বা কারা কী উদ্দেশ্যে ওই জমিতে ফেলে রেখেছিল তার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।