সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা-ঢাকা সড়কের মাধপুর নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবু (৪০) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বাবু পাবনা মুলাডুলি গ্রামের কাশেমের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় দুর্ঘটনাটি ঘটে।
মাধপুর হাইওয়ে থানার এএসআই মাসুম জানান, পাবনাগামী রডবোঝাই ট্রাকের সাথে কাশিনাথপুরগামী ভুসিবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রডবোঝাই ট্রাকের হেলপার বাবু মারা যান। অপর ট্রাকের চালক আব্দুল লতিফ ও হেলপার তুহিন আহত হয়েছেন। সংবাদ পেয়ে পাবনা ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক অপসারণ করে বলে জানান ইউনিট প্রধান জাকির হোসেন।
মাধপুর ফাড়ির ইনচার্জ নবির উদ্দিন জানান, আতাইকুলা থানায় মামলার প্রস্তুতি চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।