ধুনটে ইউএনওকে দেখে দৌড় দিল বর!

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৭:২১ বিকাল
আপডেট: মে ২৫, ২০২৩, ০৭:৩৩ বিকাল
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা সদরের এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। মেয়েটি স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্রী (১৪)।

আজ (২৫মে,২০২৩) মেয়েটির বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম বিকেল ৪টার দিকে ওই মেয়েটির বাড়িতে গিয়ে বল্যবিয়েটি বন্ধ করেন। মেয়েটির বাড়ি উপজেলা সদরের চান্দারপাড়া গ্রামে।

ধুনট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, অপ্রাপ্তবয়স্ক বরের বাড়ি একই এলাকার চালাপাড়া গ্রামে। বৃহস্পতিবার বিকেলে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম পুলিশ ও লোকজন নিয়ে বিকেল ৪টার দিকে মেয়েটির বাড়িতে গিয়ে হাজির হন। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে বর ও তার সঙ্গে থাকা লোকজন দৌড়ে পালিয়ে যান। পরে ইউএনও মেয়েটির পরিবারকে ডেকে বুঝিয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে প্রতিশ্রুতি নিয়ে বিয়েটি বন্ধ করেন।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম মুঠোফোনে বলেন, মেয়েটির পরিবার বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানতো না। তাদের বুঝিয়ে বিয়েটি বন্ধ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়