প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর  আত্মহত্যা

প্রকাশিত: মে ২৫, ২০২৩, ০৯:৪২ রাত
আপডেট: মে ২৫, ২০২৩, ০৯:৪২ রাত
আমাদেরকে ফলো করুন

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় পারিবারিক অশান্তির কারণে সৌদি প্রবাসী স্বামীকে মোবাইল ফোনে ভিডিও কলে রেখে মৌসুমী আক্তার (৩০) নামে এক গৃহবধূ বিষাক্ত গ্যাস ল্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।  আজ (২৫মে,২০২৩) বৃহস্পতিবার দুপুরের দিকে ধুনট উপজেলার কলেরপাড়া ইউনিয়নের কান্তনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৌসুমী আক্তার উপজেলার কান্তনগর গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী। সে এক মেয়ের মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করেন। প্রায় দু’বছর পর দু’মাস আগে সৌদি আরবের কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। বাড়িতে অবস্থানকালে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। এক পর্যায়ে ১৮ মে বাড়ি থেকে ফের সৌদি আরব কর্মস্থলে যান জাহাঙ্গীর আলম। এ অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মৌসুমী আক্তার মোবাইল ফোনে ভিডিও কলে স্বামীর সাথে কথা বলতে থাকে। এক পর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্কের শুরু হয়। এসময় স্বামীর ওপর ক্ষুব্ধ হয়ে মৌসুমী আক্তার বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু তার শারীরিক অবস্থার অবণতি হলে তাৎক্ষণিকভাবে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে মৌসুমী আক্তার মারা যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ মৌসুমী আক্তার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ বিষয়ে বগুড়া সদর থানা আইনী ব্যবস্থা গ্রহণ করবে। 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়