কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ রাজারহাট উপজেলার চাকিরপাশা এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রি করার সময় রমজান আলী (৩০), আনোয়ার হোসেন (৩০) ও হামিদুল ইসলামকে (৩৫) একটি মোটরসাইকেলসহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমীন বলেন, গত ১১ মার্চ উলিপুর থানাধীন তেজার মোড় এলাকা থেকে ফজলুুল করিমের একটি টিভিএস মোটরসাইকেল চুরি যায়। পরবর্তীতে ভিকটিম উলিপুর থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন।
উক্ত জিডি মূলে উলিপুর থানা পুলিশ চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করতে অনুসন্ধান চলমান রাখে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাতে রাজারহাট থানাধীন চাকির পাশার এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চুরির সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।