উল্লাপাড়ায় প্রবল ঝড়ে গাছপালা ঘরবাড়ি তছনছ

প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৬:১০ বিকাল
আপডেট: মে ২৬, ২০২৩, ০৬:১০ বিকাল
আমাদেরকে ফলো করুন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া ও পার্শ্ববর্তী এলাকার ওপর দিয়ে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রবল ঝড় বয়ে যায়। এতে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিদ্যুৎ লাইনের খুঁটি ভেঙে যায়। ৪০টি স্থানে গাছ ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিড়ে যায়। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। পল্লী বিদ্যুৎ সমিতি এলাকার সলপ, বড়হর, পঞ্চকোশী, দূর্গানগর, পূর্ণিমাগাঁতী ইউনিয়নসহ সংশ্লিষ্ট এলাকার ৩ শতাধিক গ্রামের মানুষের রাত কাটে অন্ধকারে।

ঝড়ে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রচুর আম পড়ে যায়। সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান, পঞ্চকোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ফিরোজ ও বড়হর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নান্নু জানান, ঝড়ের পরে তাদের ইউনিয়নের সবগুলো গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে এলাকাবাসীর রাত কাটে চরম দুর্ভোগে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক আবু সালেহ্ জানান, ঝড়ে তাদের বিদ্যুৎ লাইনের ৫টি খুঁটি ভেঙে গেছে। ৪০টি স্থানে গাছ ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে ঝড়ের পরেই সমিতি ৩০টি বিদ্যুৎকর্মী দল লাইন মেরামতের কাজ শুরু করে।

আজ শুক্রবার (২৬ মে) সন্ধ্যা ৬টার মধ্যে সমিতির পুরো এলাকায় বিদ্যুৎ সরবারাহ দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন এই মহাব্যবস্থাপক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়