পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে বোরো মৌসুমে কৃষি ভর্তুকির কম্বাইন হারভেস্টার (ধান কাটা মাড়াই) মেশিন বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ভাগ ভর্তুকিতে উপজেলার বৈরচুনা ইউনিয়নের কৃষক রফিকুল ইসলামের হাতে এ কৃষি যন্ত্রের চাবি তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।