সড়ক দুর্ঘটনায় কমিউনিটি ক্লিনিকের কর্মচারী নিহত

প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৬:৪৯ বিকাল
আপডেট: মে ২৬, ২০২৩, ০৬:৪৯ বিকাল
আমাদেরকে ফলো করুন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় সরাপপুর কমিউনিটি ক্লিনিকের কর্মরত মাল্টি হেলথ কেয়ার ভলান্টিয়ার (এমএইচভি) পদে কর্মরত রুবেল হোসেন (২৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কুষ্টিয়া হাইওয়ে থানার পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

রুবেল তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের চকসরাপপুর গ্রামের হোসেন আলী আকন্দের ছেলে। তার কাছে আত্মীয় মুনসুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে রুবেল কুষ্টিয়ায় তার এক বন্ধুর বাসায় বেড়ানোর উদ্দেশ্য রওনা হয়।

রাত ৯টার দিকে কুষ্টিয়া হাইওয়ে থানার পাশে লরির সাথে রুবেলকে বহনকারী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেল মারা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়