সান্তাহারে চোলাইমদ ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৮:১০ রাত
আপডেট: মে ২৬, ২০২৩, ০৮:১০ রাত
আমাদেরকে ফলো করুন

আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি: আদমদীঘির সান্তাহারে ৪ লিটার মদ ও ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ মে) রাতে সান্তাহার ফাঁড়ির পুলিশ ৩৫ পিস ইয়াবাসহ বাঁধন নামে একজনকে গ্রেফতার করে।

সে আদমদিঘী উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনীর জাহাঙ্গীর আলমের ছেলে। তাকে সান্তাহার স্টেশন সংলগ্ন বারেক স্টোরের সামনে থেকে গ্রেফতার করা হয়।

এদিকে, চার লিটার চোলাই মদসহ আরও তিন যুবককে গ্রেফতার করেছে সান্তাহার ফাঁড়ি পুলিশ। রাতে মহাসড়কের হবিরমোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো আদমদীঘি সদর ইউপির শিবপুর পশ্চিমপাড়ার বজলুর রশিদের ছেলে আতিকুল ইসলাম (২৩), আমজাদ হোসেনের ছেলে রুস্তম হোসেন (২০) ও নসরতপুর ইউপির চাটখইর পশ্চিমপাড়ার আব্দুল লতিফ মন্ডলের ছেলে হাবিবুর রহমান (২২)।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়