গোবিন্দগঞ্জে
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিকআপ তল্লাশি করে ১৮ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাট সদরের তালুক খোটামারা (মিশন মোড়) এর মৃত আক্তারুল হোসেনের ছেলে মো: ছাব্বির আহমেদ (২২), চরখাটামারী এলাকার মৃত শামসুল আলম শেখের ছেলে মনোয়ার হোসেন (৪০), তালুক খোটামারা (মিশন মোড়) মৃত জয়নাল আবেদীনের ছেলে নাজির হোসেন (২০)। মাদক আইনে মামলা দায়েরের পর আজ শুক্রবার (২৬ মে) তাদেরকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ মে) দুপুরে র্যাব-১৩ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহেমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাবের গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ শহরে বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট থেকে আসা একটি টাটা ব্লু রংঙের একটি পিকআপ তল্লাশি করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে।
এসময় গাঁজা পাচারের সাথে জড়িত থাকায় ৩ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের আটক ব্যক্তিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।