বর্জ্য বহনকারী গাড়ির চালকের ভূমিকায় রসিক মেয়র

প্রকাশিত: মে ২৬, ২০২৩, ০৯:৩২ রাত
আপডেট: মে ২৭, ২০২৩, ১১:৫৪ দুপুর
আমাদেরকে ফলো করুন

রংপুর জেলা প্রতিনিধি: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ মো: মোস্তাফিজার রহমান মোস্তফা নিজে যখন বর্জ্য বহনকারী গাড়ির ড্রাইভারের ভূমিকায় ছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার বর্জ্য বহনকারী একটি ট্রাক নিজেই চালিয়ে নগরীর বিভিন্নস্থানে ঘুরে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা দেখেন রসিক মেয়র আলহাজ মো: মোস্তাফিজার রহমান মোস্তফা।

তাকে উদ্দেশ্যে পিছনে ছুটতে থাকেন রংপুরের বিভিন্ন মিডিয়া কর্মী ও সমর্থকরা। ভিডিও ধারণ করেন মেয়র মোস্তফার বর্জ্য বহনকারী ট্রাক চালানোর দৃশ্য। বর্জ্য ব্যবস্থাপনা শাখা সূত্রে জানা গেছে, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ মো: মোস্তাফিজার রহমান মোস্তফা নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে চেকপোস্ট, সার্কিট হাউস, ডিসির মোড় হয়ে কাচারীবাজার দিয়ে সিটি কর্পোরেশনে পৌঁছান। এসময় তিনি সংশ্লিষ্ট এলাকাসমূহের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়