কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই বাজারে লুৎফর রহমান নামে শারীরিক প্রতিবন্ধীর জমি জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী কয়েকজন প্রভাবশালীদের বিরুদ্ধে। কর্মহীন, অচল ও দরিদ্র প্রতিবন্ধীর জমির ভূয়া কাগজপত্র তৈরি করে দখলের জন্য হুমকি-ধামকি ও ভয়-ভীতি প্রদর্শনসহ নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে তারা।
প্রতিবন্ধী লুৎফর অভিযোগ করে জানান, তিনি ওই সম্পত্তি ২৪ বছর আগে কিনে বাড়িঘর নির্মাণ করে বসবাসও করে আসছেন। হঠাৎ করে প্রভাবশালী প্রতিবেশী শাইলগুন গ্রামের এনামুল হক, রাশেদুল ইসলাম, মাত্রাই বাজারের মঞ্জু তালুকদার ও আকলিমা বেগম মিলে ওই সম্পত্তি নিজেদের দাবি করে তার বসতভিটা থেকে উচ্ছেদ করে ওই সম্পত্তি জবর দখলের জন্য নানাভাবে ভয়-ভীতি দেখিয়ে যাচ্ছেন।
লুৎফরের স্ত্রী সাহেরা বেগম জানান, বর্তমানে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধ লুৎফর রহমান চলাফেরা করতে পারেন না। অর্ধাহারে-অনাহারে তাদের জীবন চলছে। এ অবস্থায় প্রভাবশালীরা তাদের বসত ভিটা থেকে উচ্ছেদ করে জবর দখলের জন্য ভয়-ভীতি প্রদর্শন করে যাচ্ছেন। সে কারণেই তারা আদালতে মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে প্রভাবশালীরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেছেন তাদের উপর। বর্তমানে তাদের আতঙ্কে দিন কাটছে।
এ ব্যাপারে প্রভাবশালী এনামুল হক বলেন, ওই জমি আমাদের। কাগজপত্রও রয়েছে। সে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে। এখন রায় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তাকে বা পরিবারকে কোনো ভয়ভীতি বা হুমকি দেওয়া হয়নি। আরেক প্রভাবশালী মঞ্জু তালুকদার জানান, সম্পত্তিতে তার বৈধতা রয়েছে। সে কারনেই তিনি ওই জমি দখল করতে যান। মামলার কারনে আপাতত বন্ধ রয়েছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, বিচার বহির্ভূতভাবে অসহায় লুৎফরের পরিবারকে কেউ যাতে জোরপূর্বক জবর দখল বা উচ্ছেদ করতে না পারে সে ব্যাপারে পুলিশ অবগত রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।