গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জ্বিনের বাদশাহ সেজে প্রতারণা করার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মথুরাপুর গ্রামের দুলু মিয়ার পুত্র মোর্শেদুল ইসলাম ও মালাধর কালিপাড়া গ্রামের মৃত রেজবর আলীর পুত্র জাহেদুল ইসলাম।
আজ শুক্রবার (২৬ মে) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান গোবিন্দগঞ্জ থানা চত্বরে এক প্রেসব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রেস বিফিংয়ে তিনি বলেন, গ্রেফতারকৃতরা মোবাইল ফোনে গুপ্তধন পাইয়ে দেয়ার কথা বলে বগুড়ার শাহজাহানপুর উপজেলার কাছাহারপাড়ার বাসিন্দা আব্দুল কুদ্দসের পুত্র আব্দুল আলিমের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিকাশে নগদ টাকা ও বিভিন্নভাবে প্রায় ২ লাখ টাকার স্বর্ণালঙ্কার হাতিয়ে নেয়।
এ ব্যাপারে আব্দুল আলিম থানায় মামলা দায়ের করলে গাইবান্ধার পুলিশ সুপার মোঃ কামাল হোসেনের নির্দেশে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীনের নেতৃতে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। এসময় প্রতারণার মাধ্যমে নেয়া স্বর্ণালঙ্কার ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।