ভিডিও শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কালিয়াকৈরে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা বেলতলা এলাকার শনিবার সকালে আজম খানের নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে গিয়ে চার তলার ছাদ থেকে পড়ে জসিম উদ্দিন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মৃত জসিম উদ্দিন (৩৫) উপজেলার জামালপুর দোয়ানিচালা এলাকার আব্দুর রহমানের ছেলে। মৃত জসিম উদ্দিন উপজেলার কালেরভিটা এলাকার সওকত হোসেনের বাসায় গত এগারো বছর যাবত স্ত্রী সন্তান নিয়ে ভাড়ায় বসবাস করে নির্মানাধীন ভবনের রড মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত জসিম উদ্দিন প্রতিদিনের মত শনিবার সকালেও আজম খানের নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ভবনের ঠিকাদার জসিম মিয়ার নির্দেশে মৃত জসিম উদ্দিন চার তলার ছাদের বরান্দার সেন্টারিং খুলার কাজ করতে গিয়ে ভবনের নিচে ছিটকে পড়ে যায়। পরে ভবনে কাজ করা অন্যান্য শ্রমিকরা জসিম উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত জসিম উদ্দিনের লাশটি উদ্ধার করেন।

নির্মাণাধীন ভবনটির ঠিকাদার জসিম মিয়া জানান, চার তলার বারান্দার সেন্টারিং খুলতে গিয়ে রড মিস্ত্রি জসিম উদ্দিন পা পিছলে পড়ে গিয়ে মারা যায়।

আরও পড়ুন

নির্মাণধীন ভবন মালিক আজম খান জানান, নিরাপত্তা বেষ্টনি থাকার পরেও অনাকাক্সিক্ষতভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দগ্ধ হয়ে আশঙ্কাজন অবস্থায় জাতীয় কবির নাতি বাবুল 

শীত বাড়ার আভাস, আসছে শৈত্যপ্রবাহ 

লালমনিরহাটে আজহারীর মাহফিল উপলক্ষ্যে অতিরিক্ত ১৭টি শাটল কোচ চালু

রাশিয়ার সঙ্গে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই ইরানের

বিএফআইইউ’র সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান বিএনপি’র