ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

জলঢাকায় চেয়ারম্যানের ব্যক্তিগতউদ্যোগে কালভার্ট নির্মাণ

ছবি: দৈনিক করতোয়া

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জলঢাকায় কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাদেকুল সিদ্দিক সাদেকের নিজ অর্থায়নে ও ইউপি সদস্য আলী জনির সহযোগিতায় উপজেলার মৌয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাউশার মোড় নামক এলাকায় একটি কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে কালভার্ট নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক। এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড ইউপি সদস্য জোনাব আলী জনি, স্থানীয় সুধী সমাজের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম, সেলিম মিয়া, নুরুল হক, তোফাজ্জল হোসেন, জবেদুল ইসলাম, বাহাদুর মিয়া, নয়েল আহমেদ প্রমুখ।

কালভার্ট নির্মাণ কাজের সময় ইউপি সদস্য জোনাব আলী জনি জানান, আমার এই নির্বাচনি এলাকায় বর্ষা মৌসুমে প্রায় ২ থেকে ৩শ’ পরিবার পানিবন্দি হয়ে পরে। ফলে পানিবন্দিদের ভোগান্তি চরমে উঠে যায়। এজন্য আমিসহ এলাকার মানুষজন চেয়ারম্যান মহোদয়ের কাছে একটি কালভার্ট নির্মাণের দাবি করি। এরই পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক নিজ অর্থায়নে এ কালভার্টটি নির্মাণ করে দিচ্ছেন।

আরও পড়ুন

এতে করে আমার এ নির্বাচনি এলাকার মানুষ পানিবন্দি থেকে পরিত্রাণ পাবে। অন্যদিকে চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক জানান, অত্র ওয়ার্ডের মেম্বারসহ এলাকার মানুষজন আমার কাছে দাবি করেন যে এখানে একটি কালভার্টের প্রয়োজন। তাই ইউনিয়ন পরিষদে বাজেট না থাকায় নিজ উদ্যোগে এবং নিজ অর্থায়নে এ কালভার্টটি নির্মাণ করার ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করি অত্র এলাকার মানুষ পানিবন্দি থেকে মুক্তি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু মেরামতের আশায় বীরগঞ্জের ৬ গ্রামের মানুষ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর ধামইরহাটে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করার অভিযোগ

১১তম বিপিএলের আসর শুরু ৩০ ডিসেম্বর, চূড়ান্ত সূচি প্রকাশ

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে হেরোইনসহ মাদককারবারি আটক