হরিপুরে দুই গৃহবধূর আত্মহত্যা
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে একই দিনে সুফিয়া (৫০) ও সাইমা (৩৯) নামে দুই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এরা হলো- উপজেলার দামোল গ্রামের আজগর আলীর স্ত্রী ও চাপধা পুকুরপাড় গুচ্ছ গ্রামের সাদেকুল ইসলামের স্ত্রী। ঘটনা দু’টি পৃথক পৃথকভাবে গতকাল শনিবার আনুমানিক বিকেল ৫ টায় ঘটে।
জানা যায়, পারিবারিক কলহ বিবাদের কারণে স্বামীর ওপর অভিমান করে সুফিয়া তার শোয়ার ঘরের তীরের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয় এবং সাইমা মানসিক সমস্যার কারণে রান্নাঘরের তীরের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়।
আরও পড়ুনহরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুফিয়ার লাশ থানায় নিয়ে এসে মৃত্যুর রহস্য উদ্ধারের জন্য আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁওয়ে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সাইমার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ তাদের জিম্মায় দেওয়া হয়েছে।
মন্তব্য করুন