পাঁচবিবিতে ১১ বোতল ফেন্সিডিলসহ একজন গ্রেফতার
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পাহাড়িপাড়া এলাকা হতে গত শনিবার রাতে এগারো বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
জানা যায়, গতকাল শনিবার পাঁচবিবি উপজেলায় মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়িপাড়া এলাকা হতে ১১ বোতল ফেন্সিডিলসহ আসাদুল ইসলাম (৪০) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব।
আরও পড়ুনগ্রেফতারকৃত আসাদুল পাঁচবিবি উপজেলার ছোট আয়মারসুলপুর ইউনিয়নের মানিক গ্রামের মৃত নিজা উদ্দিনের পুত্র। তাকে মাদক আইনে মামলা দিয়ে পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা যায়।
মন্তব্য করুন