ভিডিও বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

আদমদীঘিতে সাড়ে ৪ লাখ টাকার চাল ও সরিষা লুট

ছবি: দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :  আদমদীঘিতে মেসার্স জাহিদুল বাবলু  নামের এক চাতালের গুদাম ঘর থেকে সাড়ে ৪ লাখ টাকার চাল ও সরিষা লুট করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে মহাসড়কের পাশে ইন্দইল ব্রিজের নিকট চাতালে এ ঘটনা ঘটে। এ চুরি ঘটনায় থানায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের আনছার আলী কাজি জানান, তিনি বগুড়া-সান্তাহার মহাসড়কের পাশে ইন্দইল ব্রিজের নিকট মেসার্স জাহিদুল বাবলু নামক একটি চাতাল ও মিল ভাড়া নিয়ে ব্যবসা করছিলেন। গত বৃহস্পতিবার আদমদীঘি বাবা আদম (রহ;) এর ওরস মোবারক শেষে রাত ২ টার দিকে ওই চাতালে তিনি ও তার ছেলে পৃথক ঘরে ঘুমিয়ে পড়েন।

রাত ৩টার দিকে একদল দুবৃর্ত্ত ওই চাতালে প্রবেশ করে গুদাম ঘরের তালা ভেঙে তার ছেলে আদনানকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ১১০ বস্তা চাল ও ২০ বস্তা সরিষা লুট করে একটি ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়, যার মূল্য সাড়ে চার লাখ টাকা বলে তিনি দাবি করেন।

আরও পড়ুন

এ ঘটনায় আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সরকার ব্যর্থ যেন না হয় : মির্জা ফখরুল

ঋণ সুবিধা মানুষের অধিকার: প্রধান উপদেষ্টা

পাকিস্তানকে নিয়ে প্রচারণা নেই– কোচের ক্ষোভ 

নতুন ভোটারদের তথ্য তিনদিনের মধ্যে দিতে হবে 

ইলন মাস্ক যে পদ পাচ্ছেন ট্রাম্প প্রশাসনে 

তাবলীগের ‘শূরায়ে নিজাম’পন্থিদের প্রতি সাদপন্থিদের খোলা চিঠি