ভিডিও

দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান রংপুরের ধাপ সাতগাড়া কামিল মাদ্রাসা

প্রকাশিত: মে ২১, ২০২৪, ০৭:৩১ বিকাল
আপডেট: মে ২১, ২০২৪, ০৭:৩১ বিকাল
আমাদেরকে ফলো করুন

রংপুর প্রতিনিধি : জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাদ্রাসা ক্যাটাগরিতে এবার দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে রংপুরের ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা। দেশের প্রায় এগারো হাজার দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসার মধ্যে সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয় এটি।

১৯৮২ সালে ইবতেদায়ী মাদ্রাসা হিসেবে এর কার্যক্রম শুরু হয়। এরপর ১৯৯১ সাল থেকে দাখিল মাদ্রাসায় রুপান্তরিত হয় প্রতিষ্ঠানটি। এরপর ৯৪ সালে আলীম, ৯৭ সালে ফাজিল, ২০০১ সালে কামিল ও ২০০৯ সালে ফাজিল (অনার্স) কোর্স চালু হয় মাদ্রাসাটিতে। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষায় শতভাগ ছাত্রছাত্রী পাস করেছে।



মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, দৈনিক করতোয়া এর দায়ভার নেবে না।

জনপ্রিয়
H009
KCS