ভিডিও সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

 বঙ্গবন্ধু সেতুতে একদিনে আড়াই কোটি টাকার টোল আদায়  

পবিত্র ঈদ উল-আযহার হাতে বাকি রয়েছে আর মাত্র ছয়দিন। ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কোরবানির পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে অনেক।

সেতুতে গত ২৪ ঘণ্টায় প্রায় আড়াই কোটি টাকার টোল আদায় হয়েছে।  

আজ সোমবার সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এতথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ২৬৭টি যানবাহন পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে দুই কোটি ৪০ লাখ ১৪ হাজার ৫০ টাকা। এর মধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১২ হাজার ৪৭৫টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে এক কোটি ১৮ লাখ ৩০ হাজার ৬০০ টাকা। সিরাজগঞ্জে সেতুর পশ্চিম অংশে ১২ হাজার ৭৯২টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে এক কোটি ২১ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, অন্য সময়ে চেয়ে মহাসড়কে পশুবাহী ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। কিন্তু স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনবার হারপিক খেয়ে বেঁচে গেলেও ৪র্থ বার বগুড়ায় এসে নারীর মৃত্যু

দিনাজপুরে নাইস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চুক্তি স্বাক্ষর

বগুড়ার গাবতলীতে নদীতে ডুবে বৃদ্ধ নিখোঁজ

ভাইরাল ‘পিছে তো দেখো’ ভিডিওতে থাকা আহমদের ছোট ভাই মারা গেছে

দুর্গাপূজা উপলক্ষে ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে কোন চাপে নয় : মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা

বগুড়া-১ আসনে ১২৫ কেন্দ্রে ভোট দিবেন ৩ লাখ ৭১ হাজার ৪৬২ জন