ভিডিও শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

গুলি করে সহকর্মীকে হত্যা

নিহত মনিরুলের বাড়িতে শোকের মাতম, বারবার মূর্ছা যাচ্ছেন মা

রাজধানীর গুলশানে ক‚টনৈতিক পাড়ায় সহকর্মীর গুলিতে নিহত পুলিশ সদস্য মনিরুল হকের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা। শোকে স্বজন-প্রতিবেশীরাও।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মনিরুল হকের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, সংজ্ঞাহীন হয়ে পড়েন আছেন তার স্ত্রী তানিয়া সুলতানা তন্বী। দুজন নারী তার মাথায় পানি ঢালছেন। বাবাকে খুঁজে ফিরছে দেড় বছর বয়সী ছেলে তাকি। কেঁদে চলেছে সেও।

 

কিছুক্ষণ পরে সংজ্ঞা ফিরে পান তানিয়া সুলতানা। এসময় তাকে বলতে শোনা যায়, ‘আমার স্বামীরে যেভাবে হত্যা করছে তাকেও (অভিযুক্ত) সেভাবে মারা হোক। আমার স্বামীকে যতটুকু কষ্ট দিয়ে মারছে, তারেও সেভাবে কষ্ট দিয়ে মারা হোক। আমার স্বামী একজন পুলিশ সদস্য। তারে কেন গুলি কইরা মারলো? আমি এর সর্বোচ্চ শাস্তি চাই। আমার সন্তানের কী অইবো? আমার সন্তানরে কে দেখবো?’ বলতে বলতে আবারও জ্ঞান হারান তিনি।

আরও পড়ুন

আরেকটি কক্ষে বিলাপ করছিলেন নিহত মনিরুলের বোন আফরোজা আক্তার, মাহমুদা হাসান ও মাকসুদা আক্তার। আহাজারি করতে করতে তারা বলছিলেন, ‘আমার ভাইকে এভাবে মারলো কেন? সে তো মানুষের জীবন বাঁচাতে চাকরিতে গেছে, তারে মারলো কেন? আমরা প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। দোষীর সর্বোচ্চ শাস্তি চাই।’

এদিকে ১০টার দিকে বিষ্ণুপুর গ্রামের ঈদগাহ মাঠে মনিরুলের জানাজা সম্পন্ন হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান নন্দন, আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহিদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক ইউপি চেয়ারম্যান সুলতান উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জু, ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান রুকন, চাচা হুমায়ুন কবীর লিটন, সাবেক চেয়ারম্যান টিএম জয়নাল আবেদীন প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিতদের স্মারকলিপি

সন্ত্রাসী ‘কিলার লিটন’ গ্রেফতার

তিন বছর পর ছয় মাস মেয়াদি আহবায়ক কমিটি বিলুপ্ত

কসবায় ডেকে নিয়ে অটোচালককে হত্যা, ১০ দিন পর লাশ উদ্ধার

আন্দোলনে গুলিবিদ্ধ হৃদয়ের চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বগুড়ার শিবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মজিদ গ্রেফতার