ভিডিও বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

চাটমোহরে ২ লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

চাটমোহরে ২ লক্ষাধিক টাকার চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ২ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দেশি প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মেহেদী হাসান শাকিল।

উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, নিষিদ্ধি জালের ব্যবহার বন্ধে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অভিযানে হান্ডিয়াল ইউনিয়নের কাটাগাঙ এলাকায় অভিযান চালিয়ে ৭০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার মূল্য ২ লক্ষাধিক টাকা।

পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, ক্ষেত্র সহকারী মিজানুর রহমানসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, দেশি প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাটাগাঙে অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন

অভিযানে উদ্ধারকৃত জালের মূল্য ২ লক্ষাধিক  টাকা। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে লটকন বাগানে পড়ে ছিল প্রায় ১০০ কেজি গাঁজা

শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে : তারেক রহমান

সাতক্ষীরায় লিফলেট বিতরণকালে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

নাটোরের সিংড়ায় শিবিরের ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু

বগুড়ার ধুনটে জৌলুস হারাচ্ছে ২শ’ বছরের পুরোনো বকচর মাছ-মিষ্টির মেলা