ভিডিও শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

বগুড়ায় আলী হাসান হত্যাকান্ডে নারী আসামি গ্রেফতার

বগুড়ায় আলী হাসান হত্যাকান্ডে নারী আসামি গ্রেফতার, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আলী হাসান হত্যা মামলার আসামি সিল্কী বেগম (৫২)কে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১২ এর একটি টিম গতকাল সোমবার বিকেল সোয়া ৫টার দিকে শহরের পুরান বগুড়ায় পাওয়ার হাউজ গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ধৃত সিল্কী বেগম বগুড়া সদরের শহরদিঘী পশ্চিমপাড়া এলাকার মৃত সিরাজ সওদাগর’র স্ত্রী।

র‌্যাব-১২ সূত্র জানায়, গত ১৪ মে সদরের শহরদিঘী পশ্চিমপাড়া এলাকার মৃত সিরাজ সওদাগরের ছেলে সবুজ সওদাগর তার বন্ধু আলী হাসানকে শহরের মালগ্রাম থেকে কৌশলে তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং পূর্ব শত্রুতার জের ধরে তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

এ ঘটনার পরদিন ১৫ মে আলী হাসানের বাবা মো: আলী জিন্না বাদি হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই র‌্যাব-১২ বগুড়া  সদস্যরা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে সার্বক্ষনিক সমন্বয় করে গোয়েন্দা তৎপরতা শুরু করে।

আরও পড়ুন

তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার র‌্যাব-১২, সিপিএসসি, বগুড়ার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি সিল্কী বেগমকে গ্রেফতার করে। তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুটির দাফন সম্পন্ন, ধর্ষণে অভিযুক্তের বাড়িতে জনতার আগুন

শুক্রবার একই ফ্লাইটে কক্সবাজার যাচ্ছেন ড. ইউনূস ও গুতেরেস

ধর্ষণ-নিপীড়নের বিচার দাবিতে ঢাবিতে মশাল মিছিল

বিশ্ব বাজারে সোনার দাম বেড়ে ফের রেকর্ড সর্বোচ্চ

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক আর নেই

বগুড়ার কাহালুতে একই রাতে আটটি দোকানের ১২ লাখ টাকার মালামাল লুট