ভিডিও রবিবার, ১০ নভেম্বর ২০২৪

রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় পান ব্যবসায়ীর মৃত্যু

রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় পান ব্যবসায়ীর মৃত্যু

রাজধানীর মালিবাগে রেললাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কায় এক পান ব্যবসায়ী মারা গেছেন।

রোববার দুপুর পৌনে ১টার দিকে মালিবাগ কাঁচাবাজার এলাকায় আলম হোসেন (৫০) নামের ওই ব্যবসায়ী মারা যান বলে কমলাপুর রেলওয়ে থানার এসআই রাকিবুল হক জানান।

তার গ্রামের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বটগ্রাম গ্রামে। খিলগাঁও নন্দীপাড়ায় আলম হোসেনের একটি দোকান আছে।

রাকিবুল বলেন, “রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান আলম হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

আরও পড়ুন

নিহত আলম হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক জানান, সকালে দোকানের মালামাল কেনার জন্য ১৫ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছিলেন তার বাবা।

আলম হোসেনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে এসআই রাকিবুল জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা কোম্পানি

বগুড়ায় আ’লীগের বিচারের দাবিতে গণজমায়েত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠান | KMSC | Daily Karatoa

রংপুরে বিএসটিআই’র অভিযান ২৫ হাজার টাকা জরিমানা

নৌ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মোহাম্মদ ইউসুফ